স্টাফ রিপোর্টার : আমি আওয়ামী লীগে ছিলাম, আছি ও থাকব বলেছেন তানজিম আহমদ সোহেল তাজ। সোমবার (১৫ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তিনি। রাজনীতিতে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে আমি তো রাজনৈতিক পরিবারের সন্তান। আমার পিতা শহীদ তাজউদ্দীন আহমদ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমার মা ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি আওয়ামী লীগে ছিলাম, আছি এবং থাকব। বরাবরই বলে এসেছি, আমাকে যদি প্রয়োজন হয় যখন ডাকবেন আমাকে তখনই পাবেন।