Search
Close this search box.

‘স্বার্বভৌমত্বের ক্ষতি করে কারো সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি’

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বের ক্ষতি করে কারো সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি।’ গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদুত আলেকজান্ডার মান্টিটস্কির সাথে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদুত আলেকজান্ডার মান্টিটস্কি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এক ঘণ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায় এসব বিষয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে । এ ছাড়াও রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজার প্রসারের বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশের নির্বাচন কতো দিনে হতে পারে তা রাশিয়ান রাষ্ট্রদুত জানতে  চেয়েছেন উল্লেখ করে  সংস্কারসহ অন্তবর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে বিএনপি কাজ করছে বলেও দাবি করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ