স্টাফ রিপোর্টার: মানহানির পাঁচ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট’র (সিএমএম) আদালত। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ রায় দেয়া হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটুক্তি, ভুল জন্মদিনসহ মানহানির ৫ মামলায় খালাস আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বিচারক খালেদা জিয়ার আইনজীবীর করা লিখিত আবেদন দেখে ৫ মামলা থেকে তাকে খালাস দেন।
বিএনপির আইনজীবীদের অভিযোগ, ৪ বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতোদিন হয়রানি করতে মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল।
এর আগে, খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার রায়ের শুনানি আবারও পিছিয়েছেন আদালত। সাক্ষী উপস্থিত না থাকায় ৮ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে ওই মামলার পরবর্তী শুনানির দিন।