খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে হাজার পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি হাইস্কুল মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল।
জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি অনন্ত বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের সেক্রেটারি সাইফুল্লাহ, সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য প্রমূখ।
এসময় সদর উপজেলার প্রায় এক হাজার পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে প্রত্যেককে সাড়ে ৭ কেজি চাল, ডাউল, লবন, চিনি, তেল ও সুজি বিতরণ করা হয়।
এই খাদ্য সামগ্রী দিয়ে একটি পরিবার অন্তত সাতদিন চলতে পারবে বলে জানানো হয়েছে।