সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পৌনে এক কোটি টাকা মূল্যের চিনি ও চা-পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলংয়ের রাধানগর নামক এলাকা থেকে বিপুল এই চোরাচালান পণ্য জব্দ করা হয়।
র্যাব জানায়, সকালে গোপন সংবাদে সিলেটের ৪৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলংয়ের রাধানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৩ হাজার ৫৫০ কেজি ভারতীয় চিনি এবং ১ হাজার ৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৭৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, চোরাচালানবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি রয়েছে।