Search
Close this search box.

নির্বাচনের জন্য জনগণ অনন্তকাল অপেক্ষা করবে না: গয়েশ্বর

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নতুন নতুন সংস্কারের প্রয়োজন নেই। জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে এক পরিচিতি সভায় তিনি এসব মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকার মূল ইস্যু থেকে সরে গিয়ে অন্য ইস্যুগুলোর দিকে মনোনিবেশ করছে; যা কোনো ফল আনবে না। বিএনপির ৩১ দফার সংস্কার রূপরেখার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে সংস্কার হওয়া উচিত। কারণ রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতিবিদদের দ্বারাই সম্ভব।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের পর বিরাজনীতিকরণের চক্রান্ত এখনও চলমান রয়েছে। কাউকে বিতাড়িত না করে রাজনীতির মধ্য দিয়ে মোকাবিলা করতে হবে। গয়েশ্বর চন্দ্র অভিযোগ করেন, রাজনীতিকে আদালতে টেনে নিয়ে যাওয়ার কালচারও চলছে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছাত্ররা একমাত্র আপনাদের ক্ষমতায় আনেনি। এই সরকার দেশের সকল আন্দোলনের ফলস্বরূপ এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ