Search
Close this search box.

বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেলো

স্টাফ রিপোর্টার: বিশ্ব মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাস মাহে রমজানের ইতোমধ্যে ক্ষণগণনা শুরু হয়েছে। এই মাসের অপেক্ষায় থাকেন কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান। হিজরি ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী, শাবানের পর আসবে রমজান। আর ২০২৫ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতে রোজা শুরু হতে পারে ১লা মার্চ। ফলে বাংলাদেশে পবিত্র মাহে রমজানের রোজা শুরু হবে ২রা মার্চ।

দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির তথ্য অনুযায়ী, রমজান শুরুর তারিখ নির্ভর করছে হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর। যা ৩ নভেম্বরের দিকে দেখা যেতে পারে।

তবে আবহাওয়া ও চাঁদ দেখার পরই নিশ্চিত হবে রোজা শুরুর দিন। সাধারণত মধ্যপ্রাচ্যে রোজা শুরুর একদিন পর বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ