Search
Close this search box.

১০ ট্রাক অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানার কুট্টাপাড়া নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল আবছার (৫০)। তিনি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের হাজী জাফর আহাম্মদের ছেলে ও বৈরাগ এলাকার সাবেক ইউপি সদস্য।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ও বন্দর পুলিশ ফাঁড়ির আইসি এসআই মিজানুর রহমান।

পুলিশ জানায়, নুরুল আবছারের বিরুদ্ধে আনোয়ারা থানায় জিআর ১৪৬/১৪, সিএমপি চান্দগাঁও থানার জিআর ২৮৫/২৪, পাঁচলাইশ মডেল থানার জিআর ২৪৬/২৪, বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা ও চান্দগাঁও থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নুরুল আবছার মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ