স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের একসমযের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। করেছেন অধিনায়কত্বও। তবে অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন দেশসেরা এই ওপেনার। এরপর থেকে বাইশগজে না থাকলেও টাইগার এই ওপেনারকে নিয়ে আলোচনা থেমে নেই। জাতীয় দলে তামিম ইকবালের ফেরা নিয়ে জল্পনা-কল্পনার শেষই হচ্ছে না। সম্প্রতি গুঞ্জন উঠেছিল চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তামিম ইকবাল। এমন গুঞ্জনের মধ্যেই অনুশীলনে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার।
রোববার (৩ নভেম্বর) মিরপুরের মাঠে অনুশীলন করেছেন তিনি।
রোববার মিরপুরের ইনডোরে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা গেছে তামিম ইকবালকে। কোচ সোহেল ইসলামকেও দেখা গেছে তামিমের সঙ্গে। বর্তমান সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন সোহেল। এবার তারই শরণাপন্ন হলেন স্বয়ং তামিম ইকবাল।
গত ২ নভেম্বর মিরপুরে দেখা গিয়েছিল তামিমকে। গতকালও মিরপুরের ইনডোরে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত সময় কাটিয়েছেন। এদিন পেসার হাসান মাহমুদ ও তাইজুল ইসলামকেও দেখা গেছে তার সঙ্গে।
গেল বছরের জুলাইয়ে চট্টগ্রামে কান্নাজড়িত কণ্ঠে ক্রিকেটকে বিদায়ের কথা জানিয়েছিলেন দেশসেরা এই ওপেনার। যদিও পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন তিনি। ক্রিকেটে ফিরলেও বিতর্ক পিছু ছাড়েনি। সর্বশেষ ওয়ানডে (২০২৩) বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়েন তামিম।
এর আগে তামিম ইকবালকে বাংলাদেশের জার্সিতে সর্বশেষ দেখা গিয়েছিল গেল বছরের সেপ্টেম্বরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে বাইশগজে না থাকলেও তাকে নিয়ে আলোচনা থেমে নেই। ক্ষমতার পালাবদলের বিসিবিতে ব্যাপক পরিবর্তন এসেছে। তামিমের জাতীয় দলের ফেরার গুঞ্জনও যেন ডানা মেলেছে।