বিনোদন ডেস্ক: আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ১৩ থেকে ২২ নভেম্বর এ উৎসব চলবে মিশরের কায়রো অপেরা হাউজে। এতে অংশ নেবেন বিশ্বের নামীদামী নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। তাদের সঙ্গে এবার থাকছে বাংলাদেশেরও নাম।
সম্মানজনক এই উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিসিয়ালি চূড়ান্ত হয়েছে দেশের সিনেমা ’প্রিয় মালতী’। ইংরেজিতে যার নাম ‘হুইসপারস অব আ থ্রাস্টি রিভার’। ৪ নভেম্বর বাংলাদেশ সময় বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।
চরকি কো-প্রোডাকশন সিনেমা প্রিয় মালতীতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত।
এ সিনেমার মাধ্যমে বড় পর্দার পরিচালক হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন শঙ্খ দাসগুপ্ত। উৎসবে সিনেমাটি অফিশিয়ালি চূড়ান্ত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত নির্মাতা। জানান, উৎসবের অভিজ্ঞতা নিতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শঙ্খ বলেন, ‘আফ্রিকার সবচেয়ে বড় উৎসবে সিনেমাটি যাওয়া একটা বড় ব্যাপার। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির কাজ শুরু করেছিলাম। সিনেমাটি এখন দর্শকদের সামনে আনতে পারছি, এ জন্য ভালো লাগছে।’
তিনি আরও বলেন, ‘সিনেমার গল্প আমার লেখা। আমার দর্শনের অনেক কিছুই এখানে প্রতিফলিত হয়েছে। তাছাড়া এ সিনেমায় রাজনীতির প্রসঙ্গও আছে, তবে এটি প্রচলিত রাজনীতি নয়, কিছুটা অন্যরকম। আমি বিশ্বাস করি আর্ট রাজনীতির বাইরে নয়। যাপিত জীবনের গল্প আছে সিনেমায়, তাই দর্শকরা সহজেই কানেক্ট করেত পারবেন।’
সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় নাম লিখিয়েই আন্তর্জাতিক চলিচ্চত্র উৎসবে দেখা যাচ্ছে তাঁকে। অভিনেত্রীর ভাষ্য, ‘কাজ করার সময় তো আর ফেস্টিভ্যালের কথা মাথায় থাকে না। তবে কষ্ট করে কাজটি করার পর যখন আন্তর্জাতিক উৎসবগুলোতে সিলেক্ট হয়, তখন খুব ভালো লাগে।’
মেহজাবীন আরও বলেন, ‘প্রিয় মালতী সিনেমায় আমি মালতী চরিত্রে অভিনয় করেছি। সেই সিনেমাটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে, এটা খুবই আনন্দের। আমি কাজটি করেছি মূলত ইউনিক প্লটের কারণে। এছাড়া সিনেমাটির টিমটা খুবই দারুণ। বিদেশের দর্শকরা সিনেমাটি দেখবে জন্য ভালো লাগছে। তবে আমি সবচেয়ে খুশি হব দেশের দর্শকদের সিনেমাটি দেখাতে পারলে। আমি আশা করি, সিনেমাটি দর্শকদের ভাবাবে।’
নির্মাতা শঙ্খ জানান, কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে ৪টি প্রদর্শনী রয়েছে প্রিয় মালতী সিনেমার। যার মধ্যে ২টি উৎসবে আসা দর্শকদের জন্য, ১টি প্রেস শো এবং জুরিদের জন্য হবে আরেকটি প্রদর্শনী। শোগুলো শুরু এবং শেষে থাকবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। এছাড়াও সিনেমা নিয়ে নানা ইভেন্টও থাকতে পারে বলে জানান পরিচালক।
মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। সিনেমাটি দেশের দর্শকরা কবে দেখতে পাবেন, তা চূড়ান্ত করে বলেননি সংশ্লিষ্টরা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি।