Search
Close this search box.

আসাদুজ্জামানের নেতৃত্বে চীন গেলেন বিএনপি প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার: চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটির উদ্দেশ্যে রওনা করেছে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধিদল।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর ) বেলা ৩ টা চায়না সাউদার্ন এয়ারলাইনস ঢাকা থেকে রওনা করছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি জানান, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর চীনা কম্যুনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের প্রতিনিধি দলের সমন্বয়ে পলিটিকাল পার্টিজ প্লাস প্রোগ্রামে ৪ সদস্যের বিএনপির প্রতিনিধিদল নিয়ে চীনের পথে রওনা হচ্ছি।

তিনি আরও জানান, তারেক রহমান আমাকে প্রতিনিধিদলের নেতা নির্বাচন করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীনা কম্যুনিস্ট পার্টি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের সব প্রতিনিধিদলের হেড অব ডেলিগেশনস হিসেবে আমাকে মনোনীত করে বাংলাদেশকে এবং আমাদের দল বিএনপিকে সম্মানিত করায় চীনা কম্যুনিস্ট পার্টিকেও ধন্যবাদ।

আসাদুজ্জামান রিপন ফেসবুক পোস্টে লেখেন, দোয়া করবেন যেন দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।

ডক্টর আসাদুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-

বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল
বিএনপি খুলনা বিভাগ ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত
বিএনপি মিডিয়া সেল সদস্য মাহমুদা হাবিবা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ