Search
Close this search box.

বাংলাদেশকে র‍্যাঙ্কিংয়ে টপকে গেলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: এবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে গেলো আফগানিস্তান। এখন এই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের নিচে। গতকাল সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে আফগানরা উঠে গেছে ৮ নম্বরে।

একসময় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠেছিল বাংলাদেশ। তারা এখন নেমে গেছে ৯ নম্বরে।

 

শারজাহতে সোমবার (১১ নভেম্বর) সিরিজের তৃতীয় ওয়ানডের পর র‌্যাঙ্কিংয়ের এই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবেই হয়ে গেছে আইসিসির ওয়েবসাইটে।

৮৬ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ, দুই ম্যাচ হেরে তারা হারিয়েছে এক পয়েন্ট। ৮৪ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা আফগানরা দুই জয়ে পেয়েছে এক পয়েন্ট। দুই দলেরই পয়েন্ট এখন ৮৫। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আফগানিস্তান উঠে গেছে আটে।

বাংলাদেশের পরের সিরিজ র‌্যাঙ্কিংয়ের দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আফগানদের পরের সিরিজ ১৩ নম্বরে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে।

ভারত ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রয়েছে। ভারতের পর ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ