একসময় ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠেছিল বাংলাদেশ। তারা এখন নেমে গেছে ৯ নম্বরে।
শারজাহতে সোমবার (১১ নভেম্বর) সিরিজের তৃতীয় ওয়ানডের পর র্যাঙ্কিংয়ের এই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবেই হয়ে গেছে আইসিসির ওয়েবসাইটে।
বাংলাদেশের পরের সিরিজ র্যাঙ্কিংয়ের দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আফগানদের পরের সিরিজ ১৩ নম্বরে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে।
ভারত ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রয়েছে। ভারতের পর ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে।