Search
Close this search box.

দিনাজপুরে শীতের সবজি বাজারে স্বস্তি ফিরলেও,মাছ বাজারে দিশেহারা

প্রশান্ত রায় চৌধুরী জুন দিনাজপুর প্রতিনিধি: বাজারে উঠছে শীতের নতুন সবজি, তবে দাম আকাশচুম্বী। নতুন সবজির দাম বেশি হলেও স্থিতিশীল রয়েছে কিছু সবজির দাম। আবার দু-একটি সবজির দামও কমেছে। তবে সামান্য বেড়েছে ব্রয়লার, পাকিস্তানি মুরগি ও ডিমের দাম। আমদানি বাড়ায় বেচাকেনার ব্যস্ততা বেড়েছে ইলিশ ব্যবসায়ীদের।

রেলবাজারের সবজির খুচরা বিক্রেতাগণ জানান, জেলার আশেপাশের হাট-বাজারগুলোতে শীতের নতুন সবজি উঠছে। তবে সরবরাহ কম থাকায় পাইকারি বাজারেই দাম বেশি। যেসব কৃষক আগাম শীতের সবজি চাষ করেছেন তারা এসময়টাতে ভালো দাম পান। কিছু দিন পর থেকে সবধরণের সবজির সরবরাহ বাড়লে দাম কমতে শুরু করবে।

রেল বাজার ঘুরে দেখা গেছে, শীতের নতুন ফুলকপি ৬০টাকা,শিম প্রতি কেজি ৮০ টাকা কেজি দরে, আর বাঁধাকপি প্রতি পিচ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বেগুন, ৪০ করলা, ১২০ ঝিংগা, ৪০ পটল ৬০ লাউ ৩০ টাকা লতি ৫০ বরবটি ৬০ টমেটো ২০০ পেয়াজপাতা ৮০ কাচামরি ১০০ কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও পেঁপের ক দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের কেজিতে ৫ টাকা কমে ৪৫, ভারতীয় পেঁয়াজ ১০০,থেকে ১২০, রসুন ২৬০ এবং আদা ১৬০ হাইব্রিড ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঠিলাল আলু ৭০ টাকা এবং দেশ আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।


আরও দেখুন-ভারতে পালানোর সময় আ.লীগ নেতা কিরণ আটক


অসময় হলেও রেলবাজারে ছোট সাইজের ইলিশ সরবরাহ দেখা গেছে। ইলিশ ব্যবসায়ীরা জানান, রেলবাজারে ইলিশের সামন্য সরবরাহ রয়েছে। দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে। বাজারে ৫শ গ্রাম ওজনের এক কেজি ইলিশ ৫০০ এবং ৮০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেচা-কেনাও ভালো বলে এই বিক্রেতা জানিয়েছেন।
অন্যান্য মাছের খুচরা ব্যবসায়ীরা বলেছেন, ইলিশ আমদানি প্রভাবে অন্যসব মাছের দাম কমেছে। ১ থেকে দেড় কেজি ওজনের রুই মাছ, আগে ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা ৩৩০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও ২ কেজি ওজনের কাতল মাছ ৩৬০ থেকে কমে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। শহরের বাজারগুলোতে সামান্য বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ১১০ টাকা কেজির ব্রয়লার মুরগি বর্তমানে ১৬০ এবং ১৭৫ টাকার পাকিস্তানি সোনালী মুরগির ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশীমুরগির ডিম ৯০টাকা, হাসেঁর ডিম ৭৫ টাকা লাল ডিম ৪৮ টাকা হালী বিক্রয় হতে দেখা গেছে। শরিষার তেত ২২০ টাকা ও সয়েবিন তেল ১৯০ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ