বছরের শেষ শুক্রবার রাজধানীর বাজার থেকে চড়া দামে কিনতে হচ্ছে আলু-পেঁয়াজ। ভরা মৌসুমেও দাম বেশি শীতের সবজির। তবে নাগালে রয়েছে মাংসের দাম।
ছুটির দিন হওয়ায় রাজধানীর বাজারে ভোক্তাদের আনাগোনাও বেশি। তবে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, বনশ্রী, কাওরান বাজার এলাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে সবজির দাম ঊর্ধ্বমুখী পাওয়া গেছে।
নতুন আলু বাজারে এসেছে আগেই। কিন্তু তারপরও চড়া দাম। গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে আলুর দাম কেজিতে কিছুটা কমলেও এখনও তা নাগালে আসেনি। খুচরায় বিক্রি হচ্ছে প্রায় ৭০ টাকা কেজিতে।
মুড়িকাটা জাতের পেঁয়াজ বাজারে আসায় দাম কিছুটা কমলেও চড়া পুরাতন পেঁয়াজের দাম। নতুন পেঁয়াজের কেজি ১০০ আর পুরাতন কিনতে হচ্ছে ১৪০ টাকায়।
এদিকে বাজরে শীতের সবজির সরবরাহ ভালো। তারপরও গড়ে ৭০ টাকার নিচে মিলছে না বেশিরভাগ। দাম বৃদ্ধির জন্য সদুত্তর নেই বিক্রেতাদের কাছে।
বাজারগুলোতে সিম ও টমেটো ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই সময় অন্যবছর ২০-৩০ টাকায় একটি মাঝারি সাইজের ফুলকপির মিললেও এবার দাম ৪০ থেকে ৫০ টাকা। বেগুনের কেজি ৮০ টাকা। ছোট একটি লাউয়ের দামও ৮০ টাকা।
এদিকে ডজনে ৫ টাকা বেড়ে ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
স্বস্তি মিলছে মাংসের বাজারে। বেশির ভাগ বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা দরে।