Search
Close this search box.

নুসরাত হাশেমীর একগুচ্ছ কবিতা

রুচির দুর্ভিক্ষ

“রুচির দুর্ভিক্ষ”- কথাটা ইদানিং বেশ পপুলার হয়ে উঠেছে,
সত্যিই কি আমাদের রুচিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে?
যদি হারানোর বিজ্ঞাপন দেই…
” আমাদের সুরুচিগুলো হারিয়ে যাচ্ছে ক্রমশ”
তবে কি কোন নির্ভরতার সিগন্যাল বাতির দেখা মিলবে?

ডাইনোসরের দীর্ঘশ্বাস লেগেছে বুঝি তেলাপোকার পাখনায়
তার টিকতে না পারার অভিশাপে
রুচিতে ঘুণপোকাদের আক্রমণ,
স্ট্রাপোমন্ডল, ট্রপোমণ্ডল ভেদ করে
যখন উর্দ্ধাকাশে উঠে যাবে ঘৃণার তরল
তখন ঈশ্বরী দূত কি ওহী নিয়ে দাঁড়াবে
সভ্যতার দোরগোড়ায়…
অনেক তো হলো-
সভ্যতার সাথে কংক্রিটের মজবুত ভিত্তি
হরহামেশাই স্বপ্নপোড়া স্বাদ
পাপগুলো যেন দুরন্ত রেলগাড়ি
পিছু ফেরে না কিছুতেই
কোন অশনিসংকেতের ভয় নেই,
দ্বিধায় ঠোঁটে কাঁপন নেই,
মুখোশের আড়ালে তার উদোম নৃত্য।
অবশেষে অঙ্গার হয়
জীবনের সব মন্ত্র।


আরো পড়ুন: বৃত্তান্ত: চব্বিশের গণঅভ্যুত্থানের কবিতা


 

সুখানুভূতি 🌹

গহীন শূন্যতা থেকে উঠে এসেছি
শাপলার বিল পেরিয়ে
হৃদয়ের ঝিল অব্দি,
এ এক আকাশ ছোঁয়া আনন্দ
তোমার অনলে পুড়ে পুড়ে
আরও উজ্জ্বল নক্ষত্র আমি।
সব অবরোধকে মাড়িয়ে
হৃদয়ে এঁকে দিলে
সুখের আলপনা,
চোখে দিলে সুখনিদ্রা।
প্রাণময় চাঁদগো আমার…
আমি নতজানু,
মেখে নিলাম তোমার
সবটুকু শুভ্র নীল।
ঢলে পড়া অপরাহ্নে
ছড়িয়ে দিলাম হাস্নাহেনার সুবাস
ঢোকে ঢোকে পান করি
তোমার অমৃত সুধা।
ধন্য আমি
তোমার অনুভূতির
সুক্ষ পরমাণুর আলিঙ্গনে।

 মগ্নতা 🌹

নিমগ্ন ফোর-জি তে
বিনিদ্র রাত জ্যোৎস্না ভাঙা প্রহরে
কানামাছি খেলছে অনুভূতি গুলো
কানে ভেসে আসে
কুয়াশা নরম কণ্ঠস্বর
আমার বোকামির রোজনামচায়
তারই শাসন অহর্নিশ।
তার চাহনির মায়ার আস্তরণ জমে থাকে
মাঝরাত পেরিয়ে সকাল অব্দি
নিষিদ্ধ ইচ্ছেদের মাতামাতি
বিবেককে হাতুড়িপেটা করি
মনের সতেজতার প্রত্যয়ে,
রচিত হয় কাব্যরাত্রি
সব শ্রাবণ সতেজ করে না অরণ্যকে
তবু, দেবতা মেনে অরণ্য পুজো করে
তৃপ্তির ঢেঁকুর তুলি
বন্ধুর হৃদয় হতে সমতলে ফিরি।

 

কবিতা ও প্রেম 🌹

আমার একহাতে কবিতা
অন্য হাত ছুঁয়েছে উপচে পড়া ভালোলাগায়,
প্রণয়ের টুপটাপ শিশির ঝরা
ভেজা মৃত্তিকার গন্ধে পাগলপাড়া
হিজল ফুলের গা ছুঁয়ে
যেন চঞ্চল বাতাসে দোল খাওয়া
নদীর ঢেউয়ে মিশে যাওয়া
পুরো আঁচল জুড়ে খুনশুটির হাওয়া
যৌবন বতী সরিষাক্ষেতের ভাঁজে ভাঁজে
প্রণয়ের ঢেউ
তোমার নিঃশ্বাসের রেনু মেখে
অস্ফুট কবিতার পঙতি
ওম দেয় ঠোঁটে….
হঠাৎই বললে তুমি….
“চলো হারিয়ে যাই
কাজলের ঈশারায় করি মুগ্ধতার চাষ
এমনই যত্নে রাখবো বারোমাস।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ