সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হালিমা খাতুন লসি বলেন, “কৃষকদের সাথে পরামর্শ করেই আগামীর কৃষি বাজেট প্রণয়ন করা হবে। মাঠপর্যায়ের কৃষকদের সমস্যা ও সম্ভাবনার কথা জানতে আমরা সারাদেশব্যাপী কাজ করে যাচ্ছি”।
টাঙ্গাইলের সখীপুরে শনিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার কচুয়া বাজারে কালিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষকদলের এই কেন্দ্রীয় নেতা এসব কথা বলেন।
অনুষ্ঠানে কালিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক হালিমা খাতুন লসি, টাঙ্গাইল জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান খান (ভিপি শামীম)
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব ডা. মো: শাহাদত হোসেন।
প্রধান আলোচকের বক্তব্যে টাঙ্গাইল জেলা কৃষকদলের সদস্য সচিব ভিপি শামীম জানান, প্রান্তিক পর্যায়ের কৃষকদের সুযোগ সুবিধা বাড়াতে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরছি, কৃষকদের সাথে আলোচনার মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানের শেষাংশে অতিথিতা কৃষকদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন এবং সেগুলো সমানাধানের আশ্বাস দেন। পরে কৃষকদের মাঝে খাবার বিতরণ করা হয়।