Search
Close this search box.

ডেঙ্গুতে ১ দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু

স্টাফ রিপোর্টার: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এ সময়ের মধ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ১১ জনের মধ্যে ৯ জন ঢাকার দুই সিটি কর্পোরেশনের বাসিন্দা, বাকি দুজন খুলনা বিভাগের।

এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে নতুন ভর্তি হওয়া রোগীর মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশালসহ অন্যান্য অঞ্চলের রোগী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২৩০ জন। ফলে চলতি বছরে মোট ৮২ হাজার ৬১২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ