Search
Close this search box.

আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান নিয়ে আসছে ‘ইনবক্স’

বিনোদন ডেস্ক: ২০১৮ সালের ১৮ অক্টোবর। এদিন ঘুম ভাঙতেই এক দুঃসংবাদ কানে আসে দেশবাসীর। আইয়ুব বাচ্চু আর নেই! সত্যি? যেন কেউ বিশ্বাসই করছেন না। রাস্তায় বের হতেই মানুষের মুখে মুখে একই খবর। তাহলে কি সত্যিই রুপালি গিটার ফেলে দূরে, বহুদূরেই চলে গেলেন গিটারের জাদুকর!

মেনে নিতেই কষ্ট হচ্ছিল, আইয়ুব বাচ্চু আর গান গাইবেন না! থমকে গেল এলআরবি ব্যান্ডের পথচলা। সংগীতে আইয়ুব বাচ্চুকে ছাড়া ছয়টি বছরও কেটে গেছে। তবে ভক্তদের জন্য রয়েছে এক সুখবর!

মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন আইয়ুব বাচ্চু। কিন্তু প্রকাশ করে যেতে পারেননি সেগুলো। পরে সেই গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নেয় আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সে উদ্যোগের অংশ হিসেবে অপ্রকাশিত গানগুলোর প্রথম গানটি প্রকাশ পেতে যাচ্ছে।

জানা গেছে, গানটির নাম ‘ইনবক্স’। লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। গানটির সুর, সংগীত আয়োজন ও কণ্ঠ দিয়েছিলেন আইয়ুব বাচ্চু। গানটি প্রকাশ পাচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষ্যে।

এ প্রসঙ্গে এলআরবি ব্যান্ডের গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ গণমাধ্যমে বলেন,‘বস (আইয়ুব বাচ্চু) মারা যাওয়ার আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন। সেই গানগুলো এ বছর জানুয়ারি থেকে প্রকাশ করার পরিকল্পনা ছিল। বিশেষ কারণে তা হয়নি। ব্যান্ড মিউজিক ডে উপলক্ষ্যে আমরা প্রথম গানটি প্রকাশ করতে যাচ্ছি। আশা করছি বাকি গানগুলো একে একে প্রকাশ করতে পারব। এ ক্ষেত্রে কেউ যদি বসের গানের সঙ্গে থাকতে চায়, স্পনসরশিপ দিয়ে সহযোগিতা করতে চায়, আমরা স্বাগত জানাব।’

সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হবে আইয়ুব বাচ্চুর নতুন গান ‘ইনবক্স’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ