Search
Close this search box.

আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় ৫৭ শতাংশ মানুষ

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় দেশের ৫৭ শতাংশ মানুষ। আর দলটিকে বাংলাদেশে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ৩৫ দশমিক ৫ শতাংশ মানুষ। ‘আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিৎ, না রাজনীতি করতে দেওয়া উচিত’- ভয়েস অব আমেরিকা বাংলার এমন জরিপে উত্তরদাতারা এই মতামত দিয়েছেন।

ভয়েস অব আমেরিকা বাংলার সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে যে, দেশের ৫৭ শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতিতে থাকতে দেখতে চায়, যেখানে ৩৫.৫ শতাংশ লোক দলটিকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন।

এ জরিপটি পরিচালিত হয় ১৩ থেকে ২৭ অক্টোবরের মধ্যে। দেশের আটটি বিভাগে ১৮ বছর বা তার বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪.৯ শতাংশ জানেন না এই বিষয়ে কী মত দিতে হবে, আর ২.৬ শতাংশ উত্তর দিতে রাজি হননি।

এ বিষয়ে ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণদের মধ্যে ৩৯.৯ শতাংশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন। ৩৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এই শতাংশ ৩০.৮ শতাংশ।

এছাড়া যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তাদের মধ্যে ৫৪.১ শতাংশ চান দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক। বাকি অংশগ্রহণকারীরা ১ থেকে ১০ বছরের জন্য দলের নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন।

আওয়ামী লীগকে রাজনীতি চালিয়ে যাওয়ার পক্ষে ৩৫ বা তার বেশি বয়সী ৬০.৩ শতাংশ এবং ১৮ থেকে ৩৪ বছর বয়সী ৫৩.৯ শতাংশ উত্তরদাতা মত দিয়েছেন। পুরুষদের মধ্যে ৬১.৮% এবং নারীদের মধ্যে ৫২.২% এই মত পোষণ করেছেন। গ্রামীণ এলাকায় ৫৭.১% এবং শহরে ৫৬.৭% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চান।

অপরদিকে আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার প্রশ্নে ৪৬.৮% উত্তরদাতা মত দিয়েছেন। তাদের মধ্যে ৫৪.৫% চান আওয়ামী লীগ নেতাদের স্থায়ীভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক। ১০ বছরের বেশি নিষেধাজ্ঞার পক্ষে ১১.২% এবং ৫ থেকে ১০ বছরের নিষেধাজ্ঞার পক্ষে ৮.৬% মত দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ