ছেলেদের পর বিজয় দিবসে জয় পেল টাইগ্রেসরাও

স্পোর্টস ডেস্ক: মহান বিজয় দিবসে বাংলাদেশের নারী ক্রিকেট দলেও একটি ঐতিহাসিক জয় অর্জন করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে ১৭ ওভারে সীমিত হয়ে আসা এই ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেটে ১২২ রান করে। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস থামে ৮ উইকেটে ৯৪ রানে। শ্রীলঙ্কা ৭ ওভারের মধ্যে ২ উইকেটে ৪৭ রান সংগ্রহ করলেও ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারসহ বাংলাদেশের বোলাররা ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে তাদের রানের গতি থামিয়ে দেয়।

বাংলাদেশের বোলিংয়ের মধ্যে সুমাইয়া আক্তার ১২ রানে ৩টি উইকেট নিয়ে দলকে বড় সুবিধা এনে দেন। এছাড়া ফারজানা ইয়াসমিন ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে বাংলাদেশের রান সংগ্রহের পেছনে বড় অবদান ছিল সাদিয়া আক্তারের। যিনি ২৫ বলে ৩১ রান করেন, যার মধ্যে তিনটি ছক্কা ছিল। এছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫ রান, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪ রান এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। এবারের এশিয়া কাপের ৬টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে, যেখানে বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং অন্য গ্রুপে ভারত, পাকিস্তান, নেপাল। গ্রুপে শীর্ষ দুটি দল সুপার ফোরে উঠবে।

এদিকে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলও বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে আনন্দে মেতে উঠেছে। যা বাংলাদেশের জন্য একটি গৌরবময় দিন হয়ে উঠেছে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.৫ ওভারে ১৪০ রানে থামে ক্যারিবীয়রা। এতে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হারালো বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ