দিনাজপুর ইনস্টিটিউটের মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

প্রশান্ত রায় চৌধুরী জুন, দিনাজপুর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনস্টিটিউট এর আয়োজনে প্রতি বছরের মত এবারও সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি প্রকৌশলী মহিউদ্দিন আলমগীর এবং সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তীর নেতৃত্বে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেছে সদস্যরা।

এসময় দিনাজপুর ইনস্টিটিউটের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষরা অংশগ্রহণ করে। সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আলমগীর বলেন, এই বিজয়ের মাসে আমাদের আজ নতুন করে শপথ নিতে হবে একটি সুন্দর বাংলাদেশ গড়ার। সেখানে সব ধর্মের মানুষের বসবাসের উপযোগী হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। তবে অর্জিত হবে লাখো শহিদের আত্মত্যাগের প্রাণপ্রিয় স্বাধীনতা ও বিজয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ