সখীপুরে দুই বাজারে অগ্নিকান্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ব্যাপক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে একই রাতে দুটি বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বাজারের ১২টি দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ব্যবসায়ীদের দোকানঘর ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যা ও রাতে অগ্নিকান্ডের ঘটনা উপজেলার বড়চওনা ও বানিয়ারছিট বাজারে ঘটে। ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার বড়চওনা বাজারে সন্ধ্যার দিকে একটি লেপতোষকের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ওই দোকানের আশপাশের আরও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়লে তা মূহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে টাঙ্গাইল, সখীপুর ও ঘাটাইল ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত আগুন নেভানোর প্রচেষ্টা করে নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বড়চওনা বাজারের ১০টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অন্যদিকে একইদিন রাত ১০টা দিকে উপজেলার বানিয়ারছিট বাজারে অগ্নিকান্ডে দুটি দোকানের মালামাল পুড়ে যায়। বড়চওনা বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নূরুল ইসলাম বলেন, আগুনে তার ৪টি দোকান ও মালামাল পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। হোমিও চিকিৎসক আল শরীফের ৪ লাখ, মজিদ মিয়ার ২লাখ, শাজাহানের খাদ্যপণ্যের দোকানে ১৫ লাখ, ইয়ার মামুদের সাড়ে ৮লাখ, লেপতোষকের দোকানের শাজাহান মিয়ার দুটি দোকান ও মালামাল পুড়ে ১০ লাখ. ঘর মালিক সোহেল রানার মনোহারীর দোকান ও গুদামের মাল পুড়ে প্রায় ২০ লাখ, এনামুলের স্টীলের দোকান পুড়ে ৮লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও ওই বাজারের সাইকেল-ইজিবাইক ব্যবসায়ী শাহীন মিয়ার ১০/১২ লাখ ও বিদ্যুতের তার ব্যবসায়ী জহিরুল ইসলামের ৪/৫ লাখ টাকার মালামাল অগ্নিকান্ডের সময় লোকজন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তারা প্রত্যেকেই ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করে আসছেন। এখন তারা নিঃস্ব হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের সহযোগিতা চেয়েছেন। এদিকে, রাতেই অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও মো. আবদুল্লাহ আল রনী, পিআইও মো. ওয়াসিম, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু, বড়চওনা ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলামসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ