আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে মেসার্স আকবর নগর ন্যাশনাল ব্রিক ম্যানুফ্যাকচারিং নামের এক ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার বালুচর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের স্পেশাল বিচারক ও মুন্সীগঞ্জ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।
এ সময় মেসার্স আকবর নগর ন্যাশনাল ব্রিক ম্যানুফ্যাকচারিং নামক ইটভাটায় ইট প্রস্তুতের লাইসেন্স না থাকায় এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের দায়ে ইট ভাটার মালিক মো. শামসুদ্দিন কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৪ ও ১৮ ধারা মতে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ইট ভাটার মালিককে সঠিক নিয়মে ইটভাটা পরিচালনা ও ইট প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন অপর স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সানোয়ার হোসেন। অভিযানে সহযোগিতা করেন সিরাজদিখান থানা পুলিশের একটি দল।