৬ জেলায় সড়কে প্রাণ গেলো ১১ জনের

স্টাফ ‍রিপোর্টার: ছুটির দিনে দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর থেকে বিকেলে পর্যন্ত বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সবেচেয়ে বেশি প্রাণ গেছে সিলেটের দুর্ঘটনায়। জেলার জৈন্তাপুরে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া দিনাজপুর, ঢাকার ধামরাই ও ঝিনাইদহে দুইজন করে এবং নেত্রকোনা ও নাটোরে একজন করে মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

 

সিলেট: জেলার জৈন্তাপুর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা ছাতক উপজেলার বিএনপির কর্মী-সমর্থক বলে ধারণা করা হচ্ছে। সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক সড়কের জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে সিলেটের দিকে প্রাইভেটকারটি যাচ্ছিল। পথে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের বাঘেরসড়ক এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান। প্রাইভেটকার থেকে আরও তিনজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান।

পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের প্রাইভেটকারে ছাতক উপজেলার ৯ নম্বর ওয়ার্ড পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মিসভার ব্যানার পাওয়া গেছে। ফলে তারা সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।তামাবিল হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের নাম–পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।


দিনাজপুর: জেলার বীরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সকা‌ল সাড়ে আটটার দিকে দশমাইল ঠাকুরগাঁও মহাসড়কের কবিরাজ হাটের পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে ঠাকুরগাঁও জেলার নারগুনে খেজুরের রস খেয়ে আসার পথে বীরগঞ্জ কবিরাজ হাট এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দু’জন আরোহী মারা গেছেন। তাদের বাড়ি দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বলে জানা গেছে। দশ মাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের নাম-পরিচয় জানা যায়নি, বিস্তারিত পরে জানানো হবে।


ধামরাই: ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন- ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন এবং তার স্ত্রী রুবিনা আক্তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইসলামপুর থেকে শাহীন-রুবিনা দম্পতি ঢুলিভিটা যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা যাত্রীসেবা ডিলাক্স নামে একটি বাস রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনার মৃত্যু হয়। আর আহত অবস্থায় শাহীনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে (রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই আনজিল বলেন, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিবারের অভিযোগ না থাকায় রুবিনা আক্তারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো কাজী শাহীনের মরদেহ ঢাকা থেকে সাভারে পৌঁছায়নি।

ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পলাতক রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


নেত্রকোনা: সকালে জেলার কলমাকান্দায় লরি উল্টে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। তার নাম নিলয় দাস (২১)। তিনি উপজেলার সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও দমকল বাহিনীর সূত্রে জানা গেছে, সকালে লরিতে বালু বোঝাই করে উপজেলা শহরের দিকে যাচ্ছিল নিলয় দাস। পথে আশারানী নামক এলাকায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লরি উল্টে খাদে পড়ে যায়।

এ সময় চালক নিলয় দাস লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সকালে খাদে লরি উল্টে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


ঝিনাইদহ: জেলার কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রাক্টরের ধাক্কায় মৌসুমি আক্তার ও ফিরোজ হোসেন নামে দুজন নিহত হয়েছেন। বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে।


স্থানীয়রা জানান, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে করে কালীগঞ্জ শহরে যাচ্ছিলেন মৌসুমি আক্তার ও ফিরোজ হোসেন। মোবারকগঞ্জ চিনিকলের কাছাকাছি মল্লিকনগর এলাকায় পৌঁছলে ইজিবাইকটিকে ধাক্কা দেয় আখ পরিবহনের ট্রাক্টর। ধাক্কায় ইজিবাইকের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান মৌসুমি আক্তার। গুরুতর আহত ইজিবাইক চালক ফিরোজকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা বলেন, আমাদের এখানে আনার আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়। বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


নাটোর: লালপুরে ট্রাকের ধাক্কায় মো. ইসলাম (৫০) নামে এক অটোভ্যানের যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও গুরুতর। ভোর ছয়টার দিকে উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসলাম (৫০) উপজেলার লক্ষণবাড়িয়া এলাকার এমাজউদ্দিনের ছেলে এবং আহত মো. আরিফ (২৪) উপজেলার ধরবিলা এলাকার আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি অটোভ্যান যাত্রী নিয়ে সালামপুর থেকে লালপুর যাচ্ছিল। এ সময় উপজেলার কচুয়া বাজারে অটোভ্যান পৌঁছলে পেছন দিক থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ভ্যানটির যাত্রীরা রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলে অটোভ্যানের যাত্রী ইসলাম নিহত হন। স্থানীয়রা আহত আরিফকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

লালপুর থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অজ্ঞাত ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ