স্টাফ রিপোর্টার: মিশোরের রাজধানী কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আজ শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর শোনেন প্রধান উপদেষ্টা। সঙ্গে সঙ্গে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ছুটে যান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা দুবাই থেকে ফেরার পর শুক্রবার বিকেলে শাহজালাল বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গেই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর সংবাদ শুনতে পান। তিনি বিমানবন্দর থেকে সরাসরি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রয়াত উপদেষ্টার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এর আগে ১৭ ডিসেম্বর রাতে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর যান প্রধান উপদেষ্টা।
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। উপদেষ্টা হাসান আরিফ ছিলেন একজন শীর্ষ আইনজীবী, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সদস্য ছিলেন।’
প্রধান উপদেষ্টা হাসান আরিফের দশকের পর দশকব্যাপী জনসেবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ড. ইউনূস বলেন, ‘হাসান আরিফ একজন মেধাবী আইনজীবী হিসেবে এবং ভিন্নমতাবলম্বীদের, ভিন্নমতের কণ্ঠস্বর ও সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তাঁর আইনি সক্রিয়তার জন্য চিরকাল স্মরণীয় থাকবেন।’
প্রধান উপদেষ্টা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছেন।