সড়ক অবরোধ মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের

স্টাফ রিপোর্টার

২০২৪ সালের ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারে কর্মীরা রাজধানীর কারওয়ানবাজার সড়ক অবরোধ করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় এসব কর্মীদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি শুরু হয়।

অবস্থান কর্মসূচিতে যেতে না পারা কর্মীরা বলেন, ‘আমরা ৫ লক্ষ টাকা দিয়েও যেতে পারিনি। আমরা ড. ইউনূস এর সাক্ষাৎ চাই। আমরা ঋণ করে চলছি। পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে এই জানুয়ারী মাসে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে।’

আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বাবু বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের আরও কর্মীরা আসতেছে। আমরা সড়ক অবরোধ করে রেখেছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ