ম্যাটস শিক্ষার্থীদের চার দাবিতে বিক্ষোভ , সড়কে যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার

আজ দুপুর একটার দিকে ঢাকার গুরুত্বপূর্ণ এই মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন বলে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানিয়েছেন।

ম্যাটসের শিক্ষার্থীদের চার দফা দাবিগুলোর মধ্যে আছে অবিলম্বে দশম গ্রেডে শুন্য পদে নিয়োগ, কর্মসংস্থান এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি করতে হবে।

তারা চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ চাইছেন তারা।

এছাড়া প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ চেয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এতে রাজধানির শাহাবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ