সংবাদ
ধবংসস্তূপে পরিণত হওয়া গাজার রাস্তার পাশ থেকে ও বাড়িগুলোর ধ্বংসাবশেষের ভেতর থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
গাজার রাস্তার পাশ থেকে ও বাড়িগুলোর ধ্বংসাবশেষের ভেতর থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে ছিটমহলটির জরুরি পরিষেবা জানিয়েছে।
রয়টার্স জানায়, পচে গলে যাওয়া লাশের মর্মান্তিক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। গত কয়েক মাসে ইসরায়েলি ট্যাংক ও বুলডোজারগুলো শেজাইয়া গোরস্তান গুড়িয়ে সমান করে দিয়েছে। মঙ্গলবার বেশ কয়েকজন লোক সেখানে তাদের স্বজনদের কবরের খোঁজে খোঁড়াখুঁড়ি করছিল।
“যুদ্ধবিরতির কারণে স্বস্তি পেলেও আমরা এখনও আমাদের শহীদদের ও আমাদের কবরগুলো খুঁজে ফিরছি, কিন্তু পাচ্ছি না।”
গাজায় টানা ১৫ মাস ধরে যুদ্ধ চলার পর রোববার থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে প্রথম পর্বের ছয় সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে।
গাজাজুড়ে হাজার হাজার ভবনের ধ্বংসাবশেষের মধ্যে আরও কয়েক হাজার মানুষের মৃতদেহ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।