তানজিদ হাসান তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন, ভক্ত-সমর্থকরা এবার আশ্বস্ত হতেই পারেন। বিপিএলে যে রীতিমত রানের ফোয়ারা ছুটছে বাঁহাতি এই ওপেনারের ব্যাট থেকে। সেই রানও রয়েসয়ে নয়, আসছে মারকুটে ভঙ্গিতে। ছক্কার সংখ্যায়ও তানজিদ এখন সবার ওপরে।
গতকালও (মঙ্গলবার) এবারের বিপিএলে রান সংগ্রাহক হিসেবে সবার ওপরে ছিলেন এনামুল হক বিজয়। আজ এক ম্যাচেই সে তালিকা পাল্টে গেছে। বিজয়কে ছাড়িয়ে গেছেন লিটন দাস। আর তাদের দুজনকে ছাড়িয়ে সবার ওপরে এখন তানজিদ হাসান তামিম।
৯ ম্যাচে ৩৪৫ রান বিজয়ের। লিটন দাস আজ চিটাগং কিংসের বিপক্ষে ২৮ বলে ২৫ রানের ধীর ইনিংস খেলেছেন। তবে বিজয়কে ছাড়িয়ে যাওয়ার জন্য সেটাই ছিল যথেষ্ট। ৯ ম্যাচে এখন ৩৪৮ রান লিটনের, বিজয়ের থেকে ৩ বেশি।
এদিকে তানজিদ তামিম যেন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। আজসহ সবশেষ চার ম্যাচে তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। এর মধ্যে আছে একটি সেঞ্চুরিও। সবমিলিয়ে ১০ ম্যাচে ৪২০ রান নিয়ে সবার ওপরে তামিম।
আজও সেঞ্চুরি পেতে পারতেন তানজিদ তামিম। দল জিতে যাওয়ায় ৫৪ বলে ৯০ রানে অপরাজিত থাকেন মারকুটে এই ওপেনার। এই ইনিংসে তিনি ৭টি ছক্কা হাঁকিয়েছেন।
সবমিলিয়ে এবারের বিপিএলে সবচেয়ে বেশি ২৯ ছক্কা (১০ ম্যাচে) তানজিদ তামিমের। ৮ ম্যাচে ২৩ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের খুশদিল শাহ।