উত্তরা ইউনিভার্সিটি আয়োজিত ৯ম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউর্থ অ্যাওয়ার্ড ২০২৫ ।
২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, উত্তরা বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন, উত্তরা, ঢাকা (মেট্রো রেলের পাশে, উত্তরা (উত্তর), ঢাকা। ) এই আয়োজন চলবে। এখানে অংশগ্রহণ করবেন বিখ্যাত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ।
সারা ঢাকা থেকে বিখ্যাত প্রশিক্ষণ প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় নতুন উদ্যোগে অংশগ্রহণ করবে।
পরিচালনায় – এম এ নাহিয়ান।
প্রযোজনায় – ওয়ারিয়র্স এন্টারটেইনমেন্ট।
সহযোগিতায় –
ফেডারেশন অব হস্পিটালিটি, ট্যুরিজম এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (ফোহটেম)।
বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) ।