স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মতবিনিময়সভা

টাঙ্গাইলের মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেছেন, দেশের বিভিন্ন স্থানে মাঝে মাঝে অপরাধমূলক ঘটনা ঘটে থাকে। এসব ঘটনা এড়াতে সবাইকে নিজেদের দায়িত্বে সতর্ক থাকতে হবে, এবং পুলিশ সদস্যরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। মির্জাপুর বাজার দেশের অন্যতম বড় স্বর্ণ বাজার হিসেবে পরিচিত।

অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করতে তিনি আহ্বান জানান। ৪ মার্চ মঙ্গলবার পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে অপরাধ প্রতিরোধের লক্ষ্যে মির্জাপুর থানা মিলনায়তনে মির্জাপুর বাজার স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
ওসি মো. মোশারফ হোসেন বলেন, “ব্যবসায়ীরা হাসিমুখে থানায় আসেন, দুঃসংবাদ নিয়ে নয়। ক্রেতারা নারী-পুরুষ, একই ব্যক্তি বারবার আসছেন কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। সন্দেহ হলে পুলিশকে জানাতে হবে।

এ সময় তিনি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন। পাশাপাশি রাতে বাজারে লোড-আবলোড এবং কোনো পরিবহনযান প্রবেশের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকার নির্দেশ দেন।

মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহিদুর রহমান, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা, ব্যবসায়ী মতিয়ার রহমান, জয়নাল আবেদীন, গোপাল কর্মকার, দেলায়ার হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, “মির্জাপুর বাজার স্বর্ণ ব্যবসা দেশের অন্যতম বড় বাজার। নাশকতা প্রতিরোধে ব্যবসায়ীদের সচেতন করতে পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এই সভা আয়োজন করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ