বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

থাইল্যান্ড ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

থাইল্যান্ড ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

বিমসটেক সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড সফরে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশটির প্রধানমন্ত্রী পেতোংতার্ন শিনাওয়াত্রা ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল আলম জানান, বিমসটেক হচ্ছে বঙ্গোপসাগর কেন্দ্রিক একটি আঞ্চলিক জোট, যা দুই দশক পার করলেও এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। প্রধান উপদেষ্টা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই সংস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেবেন।

তিনি আরও বলেন, ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই আঞ্চলিক সংস্থাগুলো, বিশেষ করে সার্ক ও বিমসটেককে পুনরুজ্জীবিত করার কথা বলে আসছেন। এর মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা সম্ভব হবে।

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা। এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন।

  • প্রথম দিন (বৃহস্পতিবার): বিমসটেক ইয়ুথ কনফারেন্সে অংশগ্রহণ

  • দ্বিতীয় দিন (শুক্রবার): সম্মেলনে মূল বক্তব্য প্রদান

  • সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে

ড. ইউনূসের এই সফর বিমসটেককে কার্যকরভাবে সক্রিয় করা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ