ঈদ উৎসব উপলক্ষে দেশের বিনোদন জগতে লেগেছে উৎসবের আমেজ। অন্যান্য সময়ের তুলনায় ঈদে সিনেমা হলগুলোতে দর্শকদের উপস্থিতি অনেক বেশি থাকে। এবারের ঈদুল ফিতরেও ব্যতিক্রম হয়নি। এ বছর ঈদে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে— ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’।
প্রথম দিন থেকেই সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে অগ্রিম টিকিট বুকিং করেও অনেক দর্শক সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন না। এ কারণে সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে, মুক্তির পর প্রথম তিন দিনে এসব সিনেমার আয় কত হয়েছে।
বাংলাদেশে বক্স অফিস আয়ের নির্দিষ্ট কোনো রেকর্ড সংরক্ষণ করা হয় না। তাই একক প্রেক্ষাগৃহ থেকে তিন দিনে সিনেমাগুলোর আয় নির্ধারণ করা কঠিন। তবে চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদ মাল্টিপ্লেক্সে সিনেমাগুলোর তৃতীয় দিনের আয়ের তথ্য প্রকাশ করেছেন।
তানভীর খালেদের তথ্যমতে, ব্লকবাস্টার ছাড়া অন্যান্য মাল্টিপ্লেক্স মিলিয়ে এক দিনে মোট গ্রস আয় প্রায় ১ কোটি টাকা, যা একক দিনে নতুন রেকর্ড। আগামীতে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা (পুলিশ প্লাজা বগুড়া, সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জ) চালু হলে এবং রাজশাহীর শাখা পুনরায় চালু হলে, মাল্টিপ্লেক্সের একদিনের সম্ভাব্য আয় ১ কোটি ২০ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।
সিনেমাগুলোর তিন দিনের আয়ের পরিসংখ্যান:
১. বরবাদ (শাকিব খান)
তৃতীয় দিনে মাল্টিপ্লেক্সের ৫৬টি শো থেকে আয়: ৫৮ লাখ ৫৪ হাজার টাকা
তিন দিনে মাল্টিপ্লেক্সে মোট আয়: ১ কোটি ৩১ লাখ টাকা
২. দাগি (আফরান নিশো)
তৃতীয় দিনে মাল্টিপ্লেক্সের ৩৩টি শো থেকে আয়: ২৬ লাখ ৫৮ হাজার টাকা
তিন দিনে মাল্টিপ্লেক্সে মোট আয়: ৬৯ লাখ ৪৩ হাজার টাকা
জংলি (সিয়াম আহমেদ, শবনম বুবলী, দীঘি)
তৃতীয় দিনে মাল্টিপ্লেক্সের ৯টি শো থেকে আয়: ৭ লাখ ৯৯ হাজার টাকা
তিন দিনে মাল্টিপ্লেক্সে মোট আয়: ২২ লাখ ১৭ হাজার টাকা
চক্কর ৩০২ (মোশাররফ করিম)
তৃতীয় দিনে মাল্টিপ্লেক্সের ৭টি শো থেকে আয়: ৫ লাখ ৫ হাজার টাকা
তিন দিনে মাল্টিপ্লেক্সে মোট আয়: ১৭ লাখ ৫০ হাজার টাকা
এ বছরের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘বরবাদ’ সবচেয়ে বেশি আয় করেছে, যা আগের বছরের আলোচিত ছবি ‘দরদ’-এর মাল্টিপ্লেক্স আয় (১.৫ কোটি টাকা) এর কাছাকাছি পৌঁছে গেছে মাত্র তিন দিনেই। দর্শকদের বিপুল সাড়া পাওয়ায় ধারণা করা হচ্ছে, সামনের দিনগুলোতে এই আয় আরও বাড়বে।