জামালপুর সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা আয়োজন করে সদর উপজেলা পরিষদ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ প্রমুখ।