Search
Close this search box.

আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এক সপ্তাহ

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে। চলবে টানা পাঁচ দিন। এরপরেই রয়েছে লক্ষ্মী পূজা। দুর্গা পূজা ও লক্ষ্মী পূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে সাত দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

১৬ অক্টোবর সোমবার বিজ্ঞপ্তিতে দু’টি সংগঠনের সাধারণ সম্পাদক যথাক্রমে শফিকুল ইসলাম ও ফোরকান আহমেদ খলিফা সই করেছেন। বিষয়টি সব সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক-কর্মচারিদের অবগতির জন্য জানানো হয়।

সূত্রে জানা গেছে, দুর্গা পূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর শনিবার থেকে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত এবং লক্ষ্মী পূজা উপলক্ষে ২৭ অক্টোবর শুক্রবার ও ২৮ অক্টোবর শনিবার পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ থাকবে।

আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দুর্গা পূজা উপলক্ষে ২১-২৪ অক্টোবর এবং লক্ষ্মী পূজা উপলক্ষে শুক্রবার ও শনিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। মাঝখানে বুধবার ও বৃস্পতিবার আমদানি-রপ্তানি চলবে। রোববার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ