Search
Close this search box.

হিলিতে ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে টানা ছয় দিন। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্ট যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

সরকারি ছুটি ব্যতীত বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে বলে নিশ্চিত করেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি বলেন, আজ শুক্রবার (২০ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনে টানা ছয়দিন বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।

ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন একপত্রের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। পূজার ছুটি শেষে আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে আমদানি-রপ্তানি শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ