কক্সবাজারে ট্রেন দেখতে গিয়ে ভাই-বোন নিহত

কক্সবাজারের চকরিয়ার মহাসড়কে বাস চাপায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকাল ৬ টার দিকে ডুলাহাজারা এলাকার ইসলামীয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

ডুলহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর গণমাধ্যমকে জানান, সকালে ট্রেন দেখতে যাওয়ার পথে শ্যামলী বাস চাপায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়। তারা ভাই-বোন ছিল। একই ঘটনায় তাদের চাচাতো ভাই গুরুতর আহত হয়ে ডুলহাজারা খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল চিকিৎসাধীন আছে।

নিহতরা স্থানীয় সৌদি প্রবাসী নাসিরের সন্তান বলে জানান চেয়ারম্যান আদর।মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ