অবরোধ কর্মসূচি ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় ঘোষণার দাবিতে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার মধ্যে সিদ্ধান্ত নেয়ার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে ‘তিতুমীর ঐক্য’ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যদি আজ শনিবার বিকেল ৪টার মধ্যে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা না হয়, তাহলে রেল ও সড়কপথ অবরোধ করা হবে এবং আমরণ অনশন চলমান থাকবে।বিশ্ব ইজতেমার বিষয়টি বিবেচনায় রেখে ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত অবরোধ শিথিল থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

 

এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে শিক্ষার্থীরা অনশন শুরু করেন এবং গুলশান-১ মোড়ে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করেন, ফলে যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

 

 শিক্ষার্থীদের ৭ দফা দাবি:  
১. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।
২. বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।
৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, অন্যথায় সরকারকে শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে।
৪. আইন ও সাংবাদিকতা (জার্নালিজম) বিভাগ চালু করতে হবে।
৫. পিএইচডিধারী যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে।
৬. আসন সংখ্যা সীমিত করে শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে হবে।
৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের জন্য জমি ও আর্থিক বরাদ্দ দিতে হবে।

 

প্রসঙ্গত, ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, যার মধ্যে তিতুমীর কলেজও অন্তর্ভুক্ত। তার আগে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পরও প্রশাসনিক দুর্বলতা ও একাডেমিক সংকট কাটেনি, তাই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ