নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ফুটবল উন্মাদনায় মেতেছে কয়েক হাজার গ্রামবাসী। বুধবার (১৯ জুন) বিকেলে উপজেলার খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় যুবসমাজ।
খলাপাড়া একাদশ বনাম বালুয়াকান্দি একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় খলাপাড়া একাদশ ১-০ গোলে জয়লাভ করে। উত্তেজনাপূর্ণ এই খেলা উপভোগ করতে মাঠে সমবেত হয় নানা বয়সের অন্তত ৩ হাজার মানুষ। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক মোহাম্মদ কফিল উদ্দিন। উদ্বোধন করেন ঢাকা জর্জ কোর্টের আইনজিবী এডভোকেট জামাল উদ্দিন। এছাড়া, স্থানীয় সমাজসেবকরা বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন। খেলায় বিজয়ী দলকে পুরস্কার হিসেবে টেলিভিশন তুলে দেয় অতিথিরা।
রুহুল আমিন নামে ষাটোর্দ্ধ এক দর্শক বলেন, এই মাঠে যুবক বয়সে আমরা ফুটবল খেলেছি। এখন তরুণরা খেলছে আমরা মুগ্ধ হয়ে দেখছি। বরাবরই ফুটবল আমাদের প্রিয় এবং দর্শক আছে ফুটবলের।
খেলা আয়োজক কমিটির আহবায়ক হাবিবুর রহমান বলেন, নতুন প্রজন্মকে মাদক সহ অন্যান্য অপরাধ থেকে ফিরিয়ে ফুটবলের প্রতি আগ্রহ তৈরী করাই আয়োজনের মূল লক্ষ্য।
প্রধান অতিথি কফিল উদ্দিন বলেন, ফুটবল মানেই উন্মাদনা। এই উন্মাদনায় নতুন প্রজন্ম গা ভাসাচ্ছে এটাই আমাদের বড় পাওয়া। আমাদের মাঠগুলো যাতে দখল না হয় এবং নিয়মিত মাঠে যেন খেলা চলে সেদিকে খেয়াল রাখতে হবে।