রংপুর প্রতিনিধি: দিনাজপুরে নাবিল পরিবহন ও আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছে। এতে অন্তত আহত হয়েছে আরও ২৮ জন। তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চকরামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাওয়ের রানীশংকৈলগামী নাবিল পরিবহনের সঙ্গে ও বিপরীতমুখী আম বোঝাই করা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু ও নাবিল কোচের অজ্ঞাত হেলপার নিহত হয়। পরে আহত ৩০ জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পুলিশ আরও জানায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক শিশুসহ ২ জন মারা যান। হাসপাতালে আরও ২৮ জন ভর্তি রয়েছে। আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।