নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর নামক স্থানে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছে মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচায় জানা যায়নি। তবে সকলেই পুরুষ।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রেল লাইনের পাশে ৫টি মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা সকাল সাড়ে ৯টায় দিকে পৌঁছায়। এরপর তারা মরদেহ উদ্ধার করে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী রেল লাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে ৫ জনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী স্থানের লোক। লাশ উদ্ধারের আগে ঢাকামুখী তিনটি ট্রেন চলাচল করেছে। এর মধ্যে কোনো এক ট্রেনের মাধ্যমে এ ঘটনা ঘটতে পারে। আমরা পিবিআইকে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। আমরা এ ঘটনাটি খুবই গুরুত্বের সঙ্গে দেখছি।