Search
Close this search box.

রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ , আটক অন্তত ২৫ জন

স্টাফ রিপোর্টার: রাজধানীর বেশ কয়েকটি স্থানে আজ বিক্ষোভের চেষ্টা করেছে শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ তাদের বিক্ষোভ পণ্ড করে দেয়। এ সময় কমপক্ষে ২০ থেকে ২৫ জনকে আটক করে পুলিশ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের প্রতিবাদে ও ডিবি হেফাজতে থাকা সমন্বয়কের মুক্তিসহ বেশ কয়েকটি দাবিতে সোমবার রাজধানীর কয়েকটি জায়গায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুলাই) দুপুরের দিকে ইসিবি চত্বরে জড়ো শিক্ষার্থীরা জড়ো হলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে।

ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে বিক্ষোভের চেষ্টাকালে বেশ কয়েকজন আটক করে পুলিশ।

রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভের চেষ্টা করলে সেখানেও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকেও আটক করা হয় শিক্ষার্থীদের। এ ছাড়াও রাজধানীর উত্তরা সহ কয়েকটি এলাকায় বিক্ষোভের চেষ্টা করে শিক্ষার্থীরা।

এদিকে কারফিউ শিথিল থাকলেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীতে কঠোর অবস্থানে ছিল পুলিশ। পাশাপাশি র‍্যাবের হেলিকপ্টারের টহলও দেখা গেছে। সেনাবাহিনীর সদস্যদেরও রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ