Search
Close this search box.

নোয়াখালীতে বন্যা: ঠাঁই নেই আশ্রয়কেন্দ্রেও, ত্রাণের জন্য হাহাকার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে টানা বৃষ্টি ও উজানের পানিতে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেই, পানিবন্দি অন্তত ২১ লাখ মানুষ। ত্রাণের জন্য হাহাকার করছে দুর্গম এলাকার বন্যার্তরা। এদিকে, ফেনীতে প্রাণহানি বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে বন্যায় এ পর্যন্ত বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে।

নোয়াখালীতে এখনো জেলার ৮টি উপজেলার ৮৭টি ইউনিয়নের ২১ লাখ ২৫ হাজার ৫শ’ মানুষ পানিবন্দি। রাতের বৃষ্টি ও উজানের পানি জেলা শহর মাইজদী, সোনাইমুড়িসহ সদর উপজেলায় বন্যাপরিস্থিতির আরও অবনতি হয়েছে। এক হাজার ৩০৩টি আশ্রয় কেন্দ্রে দুই লাখ ৬৪হাজার ৭৪৩জন মানুষ আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন: ফেনীতে বন্যায় ১৭ জনের মৃত্যু

এখন নতুন করে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রমুখি হচ্ছেন। কয়েকটি আশ্রয় কেন্দ্রে কথা বলে জানা গেছে প্রত্যন্ত অঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলোতে নুতন করে মানুষ আসতে শুরু করেছে।  অনেকেই বাধ্য হয়ে পানি বন্দি অবস্থায় রয়েছে। অপরদিকে, জেলার দুর্গম অনেক এলাকায় ঠিকমতো ত্রাণ পৌঁছাচ্ছে না। এই পর্যন্ত জেলায় বন্যায় ৮ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ