বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি

স্টাফ রিপোর্টার: লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়, যা নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তাপসী তাবাসসুমকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে এবং সেখানে যোগদানের জন্য তাকে অবমুক্ত করা হয়েছে। ফেসবুকে দেয়া তার বিতর্কিত পোস্টটি পরবর্তীতে সরিয়ে নেয়া হয়। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়।

জেলা প্রশাসক জানিয়েছেন, পরবর্তী সময়ে চাকরির বিধি অনুযায়ী সরকার তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ