Search
Close this search box.

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।
গতকাল সোমবার (০৭ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার পাহাড়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন সদর উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।
সোমবার রাত একটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি) কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় কামাল হোসেন পাহাড়পুর সীমান্ত দিয়ে ভারতের ২৫ গজ অভ্যন্তরে যান। এসময়ে বিএসএফ সদস্যরা তাকে গুলি করেন। গুলিতে কামাল হোসেন ঘটনাস্থলে মারা গেলে তার লাশ বিএসএফের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান।

ইফতেখার হোসেন আরও বলেন, ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পতাকা বৈঠকের মাধ্যমে নিহত ব্যক্তির মরদেহ ফিরিয়ে আনা হবে। ওই যুবক কেন ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন। তিনি মাদক বা চোরাকারবারে জড়িত কিনা, সেটি এখনো জানা যায়নি।
নিহত কামালের বড় ভাই হিরন মিয়া বলেন, সোমবার সন্ধ্যায় আমার ভাইকে সদর উপজেলার যশপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন পাহাড়পুর সীমান্তে ভারতের বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করেন। পরে তারা লাশ নিয়ে যায়। কামাল হোসেন পিঁপড়ার বাসা ভেঙে পিঁপড়ার ডিম বিক্রি করতেন। এতে যা আয় হতো, তা দিয়ে সংসার চালাতেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ