রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. ফিরোজ খান নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ খান পার্শ্ববর্তী বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, নিহত ফিরোজ সম্প্রতি তার বোনের বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত তাকে বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে তাকে বোনের বাড়ির সামনে রেখে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

মজিবুর রহমান আরও জানান, বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত ফিরোজের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় দুটি ডাকাতির মামলা এবং দুটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ