আমদানি অব্যাহত, তবুও বাড়ছে আলুর দাম

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে, তবুও বৃদ্ধি পেয়েছে দাম। তিনদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ভারতীয় আলু কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন আলু কিনতে আসা পাইকাররা। দেশি আলুর চেয়ে ভারতীয় আলুর দাম বেশি হওয়াতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে হিলির মোকামে ও খুচরা বাজারে গিয়ে জানা যায়, ভারতীয় আলু ৫৫ থেকে ৫৬ টাকা কেজি দরে বন্দরের পাইকারি মোকামে বিক্রি হচ্ছে এবং হিলির খুচরা বাজারে দেশি বড় জাতের আলু ৫৪ টাকায় এবং ছোট জাতের আলু ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে আলু কিনতে আসা আতিকুর রহমান বলেন, দেশের বাজারে তো সব নিত্যপণ্যের দামেই আগুন লেগেছে। আমরা কোন জিনিসপত্র কিনে শান্তি পাচ্ছি না। আজ একটু কম দামে কিনলেও দুদিন পর তা আবার বেশি দামে কিনতে হচ্ছে। অন্যদিকে বাজার নিয়মিত মনিটরিং এর কোন ব্যবস্থা নেই। যে যার মত পারছেন নিত্যপণ্য বিক্রি করছেন। আর আমরা সাধারণ ভোক্তারা বিপাকে পড়েছি। আগে আমরা দেখেছি দেশি পণ্য আলুর দাম বেশি হতো আর আজ দেখতেছি ভারতীয় আলুর দাম বেশি। তাহলে অবশ্যই আলু আমদানিকারকরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করছে। এই জন্য প্রশাসনকে সচেতন হতে হবে।

হিলি বাজারের আলু বিক্রেতা রায়হান হোসেন বলেন, বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে আলুর দাম বেশি। সেখানে কেজি প্রতি ৫৫ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে। যার কারণে কৃষকরা দেশি আলুর দাম বৃদ্ধি করেছেন। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত তিন দিনে ভারতীয় ৫২ ট্রাকে ১ হাজার ৩৭৫ টন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ