সাদপন্থীদের হামলার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে টঙ্গীর বিশ্ব এজতেমা ময়দানে তাবলীগ জামাতের কর্মীদের ওপর সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে সিরাজদিখান মার্কাজ মসজিদের সভাপতি মোঃ শাহ আলীর নেতৃত্বে জোবায়ের পন্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জোবায়ের পন্থীদের উদ্যোগে তাবলীগ জামায়াতের সাথীদের ওপর সাদপন্থীদের হামলা ও পরিকল্পিত হত্যাকান্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে স্থানীয় মুসল্লী সহ উপস্থিত ছিলেন,সিরাজদিখান মার্কাজ মসজিদের সেক্রেটারি, সামিমুর রহমান, জাহিদ হাসান, আজাহার মুফতি সোলাইমান হাবিব কাসেমী, মিফতি জাকির হোসেন আজিজি,দোয়া পরিচালনা করেন জামািয়া আবুবকর রাঃ আল ইসলামিয়ার শিক্ষা সচিব, মুফতি মাহমুদুর রহমান,মোঃ রফিকুল ইসলাম সহ হাজারো তাবলীগ জামায়াতের সাথী ভাইয়েরা ।

 

বিক্ষোভ মিছিলটি সিরাজদিখান মার্কাজ মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সন্তোষ পাড়া গোপালবাড়ি মোড় হয়ে পুনরায় মার্কাজ মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ