হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকনিকের বাসের পেছনে ট্রাকের ধাক্কায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার অলিপুরে এ ঘটনা ঘটে।
কুমিল্লায় অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে কুমিল্লার লাকসাম উপজেলা থেকে শিক্ষার্থীরা একটি বাসে করে সিলেটে যাওয়ার পথে মহাসড়কের জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে পোঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।